মোংলায় সামাজিক দূরত্ব বাস্তবায়নে গোল চিহৃ এঁকে দিলো শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন

প্রকাশের তারিখ: মে ১১, ২০২০ | ১১:২৮ অপরাহ্ণ

মনির হোসেন, মোংলাঃ
করনোভাইরাসের আক্রমন থেকে সুরক্ষার স্বার্থে ঘরে থাকার পাশাপাশি জরুরী প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের সময় ও ব্যাংকে লেনদেন করা কালীন সামাজিক দুরুত্ব বজায় রাখতে মোংলা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকের সামনে গোল চিহৃ এঁকে দিলো ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন।
সোমবার (১২মে) বিকাল ৫ টায় সামাজিক দুরুত্ব বাস্তবায়নে গোল চিহৃ অংকনের কাজ শুরু করে সংগঠনের সদস্যরা। এর আগেও মোংলা শহরের বিভিন্ন স্থানে জীবানুনাশক ওষুধ স্প্রে কার্যক্রম পালন করেছে সংগঠনটি। মোংলা শহরের বিভিন্ন ফার্মেসী ও মুদি দোকানের সামনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে সাদা রংতুলিতে প্রায় ৫ শতাধিক গোল চিহৃ এঁকে দেওয়া হয়েছে। এই গোল চিহৃের মধ্যে থেকে ক্রেতারা তার প্রয়োজনীয় পণ্য সামগ্রী হাতে নেয়ার জন্য অনুরোধ করেছেন সংগঠনটির চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। এসময় উপস্থিত ছিলেন মোংলা সাহিত্য পরিষদের আহবায়ক ও তারুণ্য মোংলা’র সভাপতি মনির হোসেন, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি কাজী সাগর, যুব ফোরামের সভাপতি পারভেজ খান, মোঃ আজিম, জাহিদ আপন সহ অন্যান্যরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host