ব্রিজ সংস্কারের দাবি নিয়ামতি বাসীর

প্রকাশের তারিখ: জানুয়ারি ২৩, ২০২১ | ২:১৩ অপরাহ্ণ

মোঃ রাব্বী মোল্লা, বাকেরগঞ্জঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ একটি ঐতিহ্য বাহী উপজেলা । বাকেরগঞ্জ কে চিনে না এমন মানুষ বাংলায় খুব কম আছে । এই উপজিলার একটি অতি জনবহুল ইউনিয়ন নিয়ামতি । উক্ত ইউনিয়ন এর কৃষ্ণনগর এবং ঢালমারা গ্রাম এর মাঝখান দিয়ে মোল্লা বাড়ির সামনে বয়ে চলা ছোট খালের উপর একটা ব্রিজ ,যা দুই গ্রাম এর মধ্য সংযোগ রক্ষা করে । স্কুল ,কলেজ , বাজার ইত্যাদি নানা কারনে মানুষ এই খাল পার হয় । প্রতিদিন কমপক্ষে ৫-৭ হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করে । দুঃখের বিষয় ২০১৫ সালের নভেম্বর মাসে ব্রিজ কে স্থাপন করেন এবং ২০১৬ সালের ডিসম্বর মাসে ভেঙ্গে ব্রিজ টি সম্পূর্ণ রুপে ব্যবহারের অনুপযোগী হয়ে পরে । দুই গ্রামের বাসিন্দা রা নিজ উদ্যগে নিজ অর্থায়নে তাৎক্ষনিক ভাবে বাঁশের সাকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করে । সেই থেকে আজ পর্যন্ত ব্রিজ এর বদলে সাকো দিয়া মানুষ খাল পারাপার করছে যা ঝুঁকিপূর্ণ এবং অমানবিক । বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষদের জন্য । আজ ২০২১ সাল পাচ বছর হতে চলল । ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , মেম্বর , কত নেতা এলেন আর গেলেন এবং দিলেন ওয়াদা । কিন্তু সামান্য একটা খালের উপর ব্রিজ এখনও সংস্কার করা গেল না কিংবা করতে পারলেন না ওনারা । ভোট চাওয়ার সময় ওয়াদা ঠিকই করেন কিন্তু ভুলে যান । যে জাতি এত বৃহৎ প্রজেক্ট পদ্মা সেতু নিজ অর্থে করতে পারে ,সেই জাতি এই ছোট্ট একটা ব্রিজ করতে পারবে না , এটা বিশ্বাস করা কি সম্ভব ? কৃষ্ণনগর ঢালমারা দুই গ্রাম মিলে প্রায় ২০ হাজার মানুষের বসবাস ।সামনে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন । এলাকার নেতারা ভোট চাইতে আসবেন নিশ্চয় । কিন্তু কোন মুখে আসবেন ? আপনাদের কি একটু লজ্জা করবে না ? আমরা খুব ভাল ভাবে বুঝে গেছি আপনাদের দারা এই সমস্য সমাধান করা সম্ভব নয় । কিন্তু বঙ্গবন্দুর কন্যা মানবতার মা জননেত্রি শেখ হাসিনার প্রতি আমাদের রয়েছে অবিচল আস্থা এবং ভালবাসা । অবহেলিত গ্রাম এর শিশু বয়স্ক মানুষ এবং সর্বোপরি সাধারন জনগনের দুঃখ দুর্দশা লাঘবে মাননীয় প্রধান মন্ত্রি এবং আপনার সুযোগ্য মাননীয় যোগাযোগ মন্ত্রি মহাদয় সহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host