গ্রামীণফোনের দুরন্ত ডিজিটাল ক্যাম্পেইনে মোটরসাইকেল পেলেন ভোলার ইব্রাহিম

প্রকাশের তারিখ: জানুয়ারি ২৪, ২০২১ | ৭:০৭ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

দুই মাস ধরে চলা গ্রামীণফোনের দুরন্ত ডিজিটাল ক্যাম্পেইনে আশি হাজারের বেশি পয়েন্ট পেয়ে বিজয়ী হয়ে পুরস্কার স্বরূপ মোটরসাইকেল পেয়েছেন ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকার ব্যবসায়ী মা মোবাইল সার্ভিসিংয়ের প্রোপাইটার মোঃ ইব্রাহিম।২৪ জানুয়ারী রবিবার বিকেলে মোহাম্মদ ইব্রাহিমের হাতে হোন্ডা কোম্পানির ১১০ সিসির লিবো মডেলের মোটরসাইকেলটি হস্তান্তর করা হয় ।মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল হেড এসএম হেদায়েতুল হক,গ্রামীনফোনে রিজিওনাল হেড মোঃ ফাহিম ইসলাম,গ্রামীণফোনের সিনিয়র টেরিটরি অফিসার হুমায়ুন কবির, গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার আসিফ সাইদুর রহমান, গ্রামীণফোনের ভোলা ডিস্ট্রিবিউটর আসিফ আলতাফ,ভোলা ডিস্ট্রিবিউশন ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন প্রমুখ ।
দুরন্ত ডিজিটাল ক্যাম্পিং এর মোটরসাইকেল বিজয়ী মা মোবাইল সার্ভিসিংয়ের প্রোপাইটার মোঃ ইব্রাহিম বলেন গ্রামীণফোনের দুরন্ত ডিজিটাল ক্যাম্পেইনে সিমবিক্রয়, ইন্টারনেট প্যাক ও মিনিট প্যাক এর উপর সর্বোচ্চ পয়েন্ট পেয়ে আমি বিজয়ী হয়েছি। মোটরসাইকেল পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত ও অভিভূত । গ্রামীণফোন কর্তৃপক্ষকে ধন্যবাদ এরকম একটি ক্যাম্পেইনের আয়োজন করার জন্য ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host