স্বরূপকাঠি পৌর নির্বাচন আওয়ামীলীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ: জানুয়ারি ২৫, ২০২১ | ৮:৪১ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতারা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন । শনিবার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. গোলাম কবির দলের কিছু সিনিয়র নেতার অসহযোগিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এর প্রতিবাদে সোমবার (২৫ জানুয়ারী) দুপুরে দলীয় কার্যালয়ে সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম ও সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলামসহ আওয়ামীলীগের একাংশ উপজেলা আওয়ামীলীগ ব্যানারে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম সিকদার। লিখিত বক্তব্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র গোলাম কবিবের অভিাযোগকে মিথ্যা, ভিত্তিহীন বলে অভিহিত করা হয়। লিখিত বক্তব্যে জানান, মেয়র গোলাম কবির বিগত জেলা ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে সরাসরি নির্বাচন করে দলীয় প্রার্থীদের পরাজয় নিশ্চিত করেন। সেই ভিতি থেকেই গোলাম কবির আমাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলেছেন। তারপরেও আমরা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের প্রচার প্রচরণায় অংশ নিচ্ছি। এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ শাহ আলম বলেন, গোলাম কবিরের নির্বাচন পরিচালনা কমিটিতে আমাদের কাউকে রাখা হয়নি। তা সত্বেও আমরা নৌকার পক্ষে কাজ করছি। অপর এক প্রশ্নের জবাবে এস এম মুইদুল ইসলাম বলেন, দলের মধ্যে কোনঠাসা ও ভবিষ্যত রাজনীতি থেকে মাইনাস করতে কৌশলে আমাদের বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম সিকদার. শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন,উপজেলা শ্রমিক লীগ আহবায়ক মো. সিরাজুল ইসলাম ফায়েজ সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host