বাকেরগঞ্জে গৃহবধুর উপড়ে বর্বর নির্যাতন !

প্রকাশের তারিখ: মে ২৮, ২০২০ | ১১:৪২ অপরাহ্ণ

বরিশাল বাণী : বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনী গ্রামে মারধরের শিকার হয়েছে গৃহবধু সালমা বেগম ও তার কলেজ পড়ুয়া পুত্র মো: সাকিবুল ইসলাম। এই মর্মে সালমা বেগম বাদী হয়ে হিরন শরীফ সহ ৫জনকে বিবাদী করে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, বাদী বিবাদী একই বাড়ীর লোক। দীর্ঘ দিন যাবৎ তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। সর্বশেষ গত ২৭ মে সকাল ১০টায় বিবাদী হিরন শরীফ, আল-আমিন শরীফ, ঐশী আক্তার, লিমন শরীফ ও মোসা: নারগিস বেগম দা লাঠি নিয়ে অতর্কীত ভাবে বাদী ও তার কলেজ পড়ুয়া পুত্রকে কিলঘুষি মেরে এবং বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন যায়গায় ফুলা জখম করে। এই সময় বাদীর নাক ফেটে রক্ত জখম হয়। এই সময় বাদীর পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লিতাহানী করেছে। এই সময় বিবাদীরা বাদীর গলায় থাকা স্বর্নের চেইন ও ঘরে থাকা ৪০ হাজার টাকা নিয়ে যায়। বাদীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে বিবাদীরা খুন জখমের ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা সালমা বেগম ও তার পুত্রকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে।

এ ব্যাপারে অভিযোগে বাদী সালমা বেগম জানান, ‘করোনা প্রকোপের কারণে আমরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে আসি।’ এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী কোন ভাবেই ছাড় পাবেনা।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host