গৌরনদী পৌরসভা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ: জানুয়ারি ২৭, ২০২১ | ৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদী পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে। পাল্টাপাল্টি হামলায় গুরুতর আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ইকতিয়ার হাওলাদার ও প্রার্থী আল আমিন হাওলাদার এর সমর্থকদের মধ্যে এলাকায় ভোট পাহারা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুন সাংবাদিকদের বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সর্বশেষ বুধবার দুপুরে পুলিশ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host