কলাপাড়ায় গভীর রাতে সন্ত্রাসী হামলা টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

প্রকাশের তারিখ: জানুয়ারি ২৯, ২০২১ | ৩:১৩ অপরাহ্ণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে মৃত রাজ্জাক হাওলাদারের পুত্র মুছা হাওলাদারের বাড়িতে ২৯ জানুয়ারী গভীর রাতে একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মার ধর টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের মৃত আজিজ শরিফের ছেলে নিজাম শরিফ গং দের সাথে দির্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারা বাহিকতায় ২৯ জানুয়ারী গভীর রাতে নিজাম শরিফের নেতৃত্বে একদল ভারাটে সন্ত্রাসী বাহিনীর হাতে হামলার সিকারহন মুছা হাওলাদারের পরিবার । তারা আরও অভিযোগ করেন, ঘরে থাকা নগদ টাকা ৫৬ হাজার ৫২০ টাকা ও ৯০ হাজার টাকা মুল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এবং পরিবারের অধিকাংশ সদস্যদের বেধরক পিটিয়ে জখম করে এবং ঘর পুড়িয়ে দিবে বলে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। পরিবারটি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন চাচ্ছে প্রশাসনিক সহযোগিতা। এ বিষয়ে ঐ রাতেই কলাপাড়া থানা পুলিশের এক দল সদস্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বলে ভ‚ক্তভোগিরা জানান।এ বষিয়ে অভিযুক্ত নিজাম শরিফ জানান, আমাকে ফাঁসানোর জন্য সড়যন্ত্র করেছে আমার বিষয় যে অভিযোগ করেছে তা মিথ্যা। এ বিষয়ে কলাপাড়া থানা অফির্সার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহন করাহবে। উক্ত ঘটনার আলোকে মামলার প্রস্তুতি চলছে বলে মুছা হাওলাদার জানান।

#

কলাপাড়া প্রতিনিধি
২৯.০১.২০২১

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host