রাত পোহালেই বরগুনার দুই পৌরসভায় ভোট

প্রকাশের তারিখ: জানুয়ারি ২৯, ২০২১ | ৮:৩৯ অপরাহ্ণ

রাত পোহালেই বরগুনা ও পাথরঘাটা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থী বাছাই করবেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার জানান, ভোটের দিন সকালে বরগুনা ও পাথরঘাটা পৌরসভায় প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে। ব্যালট ছাড়া ভোটগ্রহণের সকল সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র অনুযায়ী প্রিজাইডিং ও পোলিং নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ভোটগ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে।

নির্বাচনে দুই প্লাটুন বিজিবি, পুলিশের তিনটি মোবাইল টিম ও ছয় ব্যাটালিয়ন পুলিশের টিম থাকবে। প্রতিটি কেন্দ্রেই থাকছে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে সার্বিক মনিটরিং করবেন। প্রতিটি কেন্দ্র ৭জন পুলিশ, ১০ জন আনসার সদস্য।

বরগুনা পৌরসভা নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর পাশাপাশি ৩৫ কাউন্সিলর ও ১৪ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা নির্বাচনে মোট নয়টি কেন্দ্রর ৮০টি বুথে ভোট গ্রহণ করা হবে।

বরগুনা পৌরসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৬ হাজার ১২ জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ১৩ হাজার ৮৫ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ হাজার ৯২৭ জন।

এদিকে পাথরঘাটা পৌরসভা নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর পাশাপাশি ৪১ জন কাউন্সিলর ও ১৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ১৪৬ জন তাদের ভোট প্রয়োগ করবেন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ১৭৯ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ৬ হাজার ৯৬৭ জন। এখানে নয়টি কেন্দ্রে ৪৬ টি বুথ রাখা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host