বরগুনায় ভোটকেন্দ্রে সাংবাদিককে লাঞ্ছিত করলেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী

প্রকাশের তারিখ: জানুয়ারি ৩০, ২০২১ | ৬:৫৪ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি :: বরগুনা পৌরসভা নির্বাচনে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে। আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ সময় ওই মেয়র প্রার্থী সাংবাদিকদের তোপের মুখে পড়লে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। লাঞ্ছনার শিকার ওই সাংবাদিকের নাম মঈনুল আবেদীন খান সুমন।

তিনি দৈনিক ইত্তেফাকের বরগুনা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ বিষয়ে সাংবাদিক মঈনুল আবেদীন খান সুমন বলেন, বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে ১০-১২ জন কর্মী নিয়ে প্রবেশ করেন।

এ সময় তার কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি আমার ওপর চড়াও হন। এরপর তিনি আমার কলার ধরে আমার পরিচয়পত্র ছিঁড়ে ফেলেন এবং আমাকে হুমকি দেন।

এ বিষয়ে ঘটনার প্রতক্ষদর্শী বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ বলেন, কালো টাকার প্রভাব কতোটা শক্তিশালী হতে পারে তা আজ প্রত্যক্ষ করলাম। দৈনিক ইত্তেফাকের বরগুনা দক্ষিণ প্রতিনিধি মঈনুল আবেদীন খান সুমন ভাইয়ের পরিচয়পত্র টেনে ছিঁড়ে ফেললেন, লাঞ্ছিত করলেন এবং দেখে নেয়ার হুমকি দিলেন বরগুনা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন।

এ বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান এবং বরগুনার পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিকের কাছে সরাসরি অভিযোগ জানিয়েছি। অভিযোগ দিয়েছি নির্বাচন সংশ্লিষ্ট অন্যদের কাছেও। আমরা ন্যায় বিচারের প্রতীক্ষায় রইলাম।

আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন ওই সাংবাদিককে লাঞ্ছিত করার কথা অস্বীকার করেছেন।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমরা ইতোমধ্যেই অবগত হয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host