যুদ্ধে অংশ গ্রহন করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি বাবুগঞ্জের আব্দুল গনি

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২, ২০২১ | ১১:১৪ অপরাহ্ণ

বাবুগঞ্জ প্রতিনিধি॥ ৭১’র স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা সম্মূখ যোদ্ধা আব্দুল গনি মৃধা। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে অনুপ্রেনিত হয়ে যুদ্ধের শুরুর দিকে বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান, যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব খানের সাথে তিনি যুদ্ধে অংশগ্রহন করেন বলে একটি প্রত্যায়ন দিয়েছে তৎকালিন বাবুগঞ্জ-গৌরনদীর মুক্তিযোদ্ধাকালিন বেইজ কমান্ডার মোঃ আবুল কাশেম। পরবর্তীতে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব খান ভারত গেলে বেইজ কমান্ডার মোঃ আবুল কাশেম এর সাথে বিভিন্ন অপারেশনে অংশগ্রহন করেন আব্দুল গনি মৃধা। স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সহযোদ্ধা হিসাবে গনি মৃধাকে স্বিকার করলেও নথি ভুক্ত হয়নি তিনি। জানাযায়, ২০০৩ সালে তিনি স্বীকৃতি চেয়ে আবেদন করলে জেলা পর্যায় যাছাই বাছাইতে টিকে যায়। পরে তৎকালিন সরকারদলীয় কোন্দলে যাছাই বাছাই স্থগিত করা হলে তালিকাভুক্ত হয়নি তিনি। সর্বশেষ যাচাই বাছাইতে আর্থিক সংকটের জন্য আবেদন করেননি। আব্দুল গনি মৃধা বলেন, “ভাতা নয় মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা স্বীকৃতি চাই। তদন্ত সাপেক্ষে অন্তত যুদ্ধকালিন ত্যাগের স্বীকৃতি দেওয়া হোক আমাকে। মাধবপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম আলী সরদার বলেন, আব্দুল গনি মৃধা যুদ্ধকালিন সময় বাবুগঞ্জ মেলিটারি ক্যাম্পে,রহমতপুর ব্রীজ ও ছয়মাইল ব্রীজসহ কয়েকটি ঝুকিপূর্ণ অপারেশনে সরাসরি অংশগ্রহন করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host