চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে সংবাদ প্রতিনিধির হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৩, ২০২১ | ৬:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের তাহিরপুরের দৈনিক সংবাদের প্রতিনিধি কামাল হোসেন এর উপর হামলাকারী বালু সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে আজ ৩ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১ টায় মানববন্ধন করেছে চরফ্যাসন সাংবাদিকেরা।
জাতীয় দৈনিক সংবাদ এর পত্রিকার সুনামগঞ্জের তাহিরপুরের প্রতিনিধির উপর বালু সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, আজ সংবাদ প্রতিনিধি কামালের উপর হামলা করা হয়েছে। আমরা চরফ্যাসন প্রেসক্লাবের পক্ষ থেকে উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে দাবী করছি সংবাদপত্রের ও সাংবাদিক নিরাপত্তা দিতে হবে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন
সাংবাদিক কল্যাণ তহবিলের আহবায়ক ইয়াছিন আরাফাত, অনলাইন জার্নালিস্ট এর সাধারন সম্পাদক মিজান নয়ন, সংবাদ এর চরফ্যাসন প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল, সমকাল পত্রিকার নোমান সিকদার, যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, নয়া দিগন্তের প্রতিনিধি কামরুজ্জামান, কালের কন্ঠের প্রতিনিধি কামরুল সিকদার, বার্তাবাজার প্রতিনিধি আরিফ হোসেন, রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোয়েব, নুরুল্লা ভূইয়া, ভেরের কাগজ চরফ্যাসন সোয়েব চৌধুরী এবং মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দীন সিকদার প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host