স্বাস্থ্যবিধি লঙ্খনঃ ৬জনকে দন্ড ! পথচারীদের মাস্ক পড়িয়ে দিলেন ইউএনও

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৪, ২০২১ | ৭:১৮ অপরাহ্ণ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে সবাইকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে অভিযান পরিচালিত হয়েছে। সরকারী নির্দেশনা স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ী, মটরসাইকেল চালক ও পথচারীসহ ৬জনকে ৭শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম। এসময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর, বাসষ্ট্যান্ড, থানা মোড়সহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম। অভিযানের সময় ব্যবসায়ী, পথচারী ও মটরসাইকেল চালকরা মাস্ক ব্যবহার না করায় ৬টি মামলায় ৭শত টাকা জরিমানা করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক নেই তাদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানার এসআই আবুল বাশার ও উপজেলা নির্বাহী অফিসের সহকারী মোঃ ছিদ্দিকুর রহমানসহ প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host