বামনায় প্রতিপক্ষকে ফাঁসাতে পাকঘরে আগুন !

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৪, ২০২১ | ৭:৩৪ অপরাহ্ণ

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় জমি নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের পাকের ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠছে একটি পরিবারের বিরুদ্ধে। ওই ঘটনাটি ঘটেছে উপজেলার ডৌয়াতলা গ্রামের ক্লিনিক সংলগ্ন হাওলাদার বাড়ীতে। গত মঙ্গল বার বিকাল ৫টার সময় প্রতিপক্ষকে ফাঁসতে নিজেদের রান্না ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠছে নাসির হাওলাদারের বিরুদ্ধে।

ভুক্তভোগী রাসেল খান বলেন, এটা আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি এবং জমি ভোগ করে আসছি জমি নিয়ে কোটে আদালত মামলা বিচার দিন অবস্থায় রয়েছে। তার রায় পাবার আগেই জমিতে ভোগদখল করতে গেলে আমরা নাসির হাওলাদারকে বাধা দেই এতে ক্ষিপ্ত হয়ে তারা তাদের পাকের ঘড়ে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। অভিযুক্ত নাসির নাসির হাওলাদার জানান. রাসেল একই জমিতে ইট দিয়ে বাড়ি নির্মান করে তাতে আমরা বাধা দেইনি কিন্ত আমরা মাটির কাজ করতে গেলে রাসেল খান তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে ও আমার পাকের ঘরে আগুন লাগায়।

এ ব্যাপারে রাসেল খান বামনা থানায় লিখিত অভিযোগ করেন, বামনা থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host