আসন্ন নাজিরপুর ইউপি নির্বাচনে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী ইসমত আরা

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৫, ২০২১ | ২:২২ অপরাহ্ণ


মির্জা আহসান হাবিব ঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে নির্বাচন করবেন লুৎফুন নাহার ইসমত আরা।
ইসমত আরা পূর্ব নাজিরপুর মৃধা বাড়ির সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সামসুল হক মৃধার বড় ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মৃধার স্ত্রী ও একই ওয়ার্ডের সাবেক বার বার নির্বাচিত ইউপি সদস্য মরহুম আবদুর রহিম হাওলাদারের মেয়ে।
ব্যপক জনপ্রিয়তা নিয়ে একবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে নামবেন বলে জানান এলাকার সাধারণ ভোটার সমর্থকরা। এর কারন হিসাবে ভোটার সমর্থকরা মনে করেন এলাকায় ইসমত আরা’র ভালো সুনাম রয়েছে বাবা আঃ রহিম হাওলাদার ও শ্বশুর সামসুল হক মৃধা ইউপি সদস্য হিসাবে সুনামের সহিত তারা এলাকায় জনসেবা করে গেছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন বলে সকলের ধারনা। এছাড়াও নির্বাচনী এলাকার সবাই আত্মীয় স্বজন। আর সবার সহযোগিতা নিয়েই নির্বাচন করবেন ইসমত আরা। আর এই নির্বাচনে বিপুল ভোটে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নির্বাচিত হতে পারবেন বলে এমনটাই আশা করছেন এলাকাবাসী।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host