বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা, পুলিশের সাথে ধস্তাধস্তি

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৫, ২০২১ | ৬:৩৬ অপরাহ্ণ

শামীম আহমেদ :: বরিশালে মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, ধস্তাধস্তি, ব্যানার টানাটানির মধ্যে দিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন মিথ্যা মামলা দণ্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৫ ফেব্রয়ারী) সকাল সাড়ে ১১ নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলে বাধা প্রদান করা হলে পুলিশের সাথে ব্যানার টানাটানি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বেলা ১২টায় সদর রোডস্থ বিএনপি জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল সদস্য কাজী সজিব, জাহিদুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রদল আহবায়ক মাজহারুল ইসলাম বাবু,সম্পাদক তালুকদার সজল, সরকারী বরিশাল কলেজ সাধারন সম্পাদক আল আমিন ও মোঃ রাহাত ফকির প্রমুখ।

এরপূর্বে সকাল ১১টায় মহানগর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা শহীদ আঃ রব সেরনিযাবাত বরিশাল প্রেসক্লাবের সম্মুখে ব্যানার নিয়ে জড়ো হয়। পরে এক বিক্ষোভ মিছিল বের করে সদর রোড হয়ে দলীয় কার্যালয়ে আসার পথে টাউন হলে কর্তব্যরত এসআই রিয়াজের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মিছিলে অনুমতি না থাকার কারনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বাধা প্রদান করে।

এরআগে সকাল ১০টার দিকে বরিশাল মহাগর যুবদল একই কর্মসূচিতে দলীয় কার্যালয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে। মহানগর সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে মহানগরের বিবিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় দণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে ও মামলা প্রত্যাহার করার দাবীতে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের করে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভপতিত্বে এখানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host