‘কবিতা’ শক্তি ও প্রেরণার উৎস : ……লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৫, ২০২১ | ১১:৩২ অপরাহ্ণ


বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, কবিতা শক্তি ও প্রেরণার উৎস। কবিতা চর্চার মাধ্যমে মানুষের মানবিক গুনাবলী বিকশিত ও প্রসারিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিতা ও কবিদের খুবই ভালবাসতেন, ফলে তিনি অসীম শক্তি ও মানবিক গুণাবলীর অধিকারী হয়েছিলেন। মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে কবিতা বা সাহিত্য চর্চা বাড়াতে হবে। দেশীয় নান্দনিক সংস্কৃতির প্রসারে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে ঢাকার বাংলাবাজারস্থ বিউটি বোর্ডিং প্রাঙ্গনে আয়োজিত ‘২১তম বঙ্গবন্ধু কবিতা উৎসব’ এর উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। ২১তম বঙ্গবন্ধু কবিতা উৎসব এর আহ্বায়ক কবি শাফিকুর রাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি তৌহিদুল ইসলাম কনক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি আসাদ কাজল, কবি রাজু আলীম, কবি মারফিয়া খান, কবি ইউসুফ রেজা, কবি আমিনুর রানা, কবি ওয়ালি জসিম ও কবি বাপ্পি সাহা। কবিতা উৎসবে শতাধিক কবি বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন। 

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host