৩ সন্তানের জননীকে নিয়া বেয়াই জলিল নগত টাকা ও স্বর্নালংকার নিয়ে লাপাত্তা, মামলা দায়ের

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৬, ২০২১ | ১১:৩০ অপরাহ্ণ


মির্জা আহসান হাবিব ঃ বরগুনা জেলার আমতলী থানার চুনাখালীর মোঃ রুহুল আমিন গাজী(৪৮) এর স্ত্রী ৩ সন্তানের জননী মোসাঃ মোর্শেদা বেগম(৪০) কে নিয়ে একই এলাকার মৃত মোঃ জয়নাল হাওলাদারের ছেলে মোঃ জলিল হাওলাদার (৪৫) নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৭০ হাজার টাকার স্বার্নালংকার নিয়ে পালিয়ে যায়।
মামলা সূত্রে জানা যায় মোঃ রুহুল আমিন গাজী ঢাকার কেরানীগঞ্জের জাজিরায় ইট ভাষাটায় চাকুরী করতেন সেই সুযোগে একই এলাকার বেয়াই (সম্পর্কে) বাড়ীতে আবাদে যাতায়াত করতেন। ধীরে ধীরে রুহুলের স্ত্রী মোর্শেদার প্রতি অাকৃষ্ট হয়ে প্রেমের ফাদে জড়িয়ে পড়েন। এক পর্যায় দুজনে পালিয়ে যাওয়ার চিন্তা করে স্বামীকে দাদনে টাকা আনতে বলেন স্বামী রুহুল আমিন ইট ভাটার মালিকের নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা দাদন লন এবং ঘরে থাকা প্রায় ৭০ হাজার টাকার সোনা গয়না নিয়ে রাতের আধারে ৩ টি সন্তান রেখে জলিলের হাত ধরে পালিয়ে যায়। অনেক খোঁজা খুজির পরও স্ত্রী মোর্শেদাকে না পেয়ে রুহুল আমিন আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত এ একটি মামলা করেন।
৩ টি সন্তান নিয়ে পথে পথে ঘুরছে রুহুল আমিন গাজী।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host