বন্যপ্রাণী সংরক্ষণে গন সচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৬, ২০২১ | ১১:৩২ অপরাহ্ণ


কামরুল হাসান, বাউফল প্রতিনিধিঃ
পটুুয়াখালীর বাউফলে বন্যপ্রানী সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ধানদী ফাযিল মাদ্রাসা মিলনায়তনে স্থানীয় সেভ দি বার্ড এ্যান্ড বি নামে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ রক্ষা বিষয়ক সংগঠনের সহযোগিতায় ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই সভার আয়োজন করে। এতে মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মু. মফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. হারুন-অর-রশিদ খান, সেভ দি বার্ড এ্যান্ড বি’র পরিচালক মন্ডলীর সদস্য এমএ বশার, স্থানীয় সংবাদকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ’ লোকজনের উপস্থিতিতে ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ রক্ষায় দেশি প্রজাতির পরিবেশ বান্ধব গাছে পরিকল্পিত বনায়ন ও পাখি, কীটপতঙ্গসহ সব ধরণের বন্য ও বিপন্ন প্রাণীদের বাঁচাতে বিভিন্ন বিষয় তুলে ধরে অনুকুল দৃষ্টি ভঙ্গি নিয়ে সকলের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
০৬/০২/২১
কামরুল হাসান
বাউফল প্রতিনিধি
মোবা- ০১৭১৭৪০৭৫২৩।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host