সিলেটের কৃতিসন্তান শামসুল হক নিউইয়র্ক পুলিশের লে. কমান্ডার

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৮, ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক পুলিশ বাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শামসুল হক। বলা হচ্ছে তিনিই এ পদে প্রথম দক্ষিণ এশিয়ান।

শামসুল হকের বাড়ি সিলেটে গোলাপগঞ্জের বাঘার গ্রামে। স্ত্রী রুবিনা হক ও দুই ছেলে নিয়ে তিনি নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করেন।

শুক্রবার কুইন্সে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একাডেমিতে লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে তিনি অভিষিক্ত হন। এর আগে তিনি এনওয়াইপিডি গোয়েন্দা স্কোয়াডের সদস্য ছিলেন।

শামসুল হক জানান, ২০০৪ সালের জানুয়ারিতে তিনি এনওয়াইপিডিতে যোগ দেন। ২০১০ সালে তাকে সার্জেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়। ২০১৪ সালে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পাবার পর তিনি এনওয়াইপিডির অভ্যন্তরীণ বিষয়ক তদন্ত গ্রুপের দায়িত্ব নেন।

শামসুল হক যুক্তরাষ্ট্রে এসেছেন ১৯৯১ সালে। এখানে এসে তিনি বাসবয়, ডেলিভারিম্যান ও ম্যানেজারসহ নানা চাকরি করেন। পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান, ১৯৯৭ সালে অর্জন করেন ডিপ্লোমা ডিগ্রি। পরে লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজ ও বারুখ কলেজ হয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি পান।

এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশিদের নিয়ে শামসুল হক প্রতিষ্ঠা করেন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)। তিনি সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host