যুবককে গাছে বেঁধে নির্যাতন

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৮, ২০২১ | ১১:১৮ পূর্বাহ্ণ

পটুয়াখালীর মহিপুরে এক যুবককে অপহরণের পর গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের দুই দিন অতিবাহিত হলেও অপহৃত ওই যুবককে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহৃত রায়হান আহমেদ (২২) মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

ভিডিওটিতে দেখা গেছে, রায়হানকে দুই যুবক বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করছে। আরও দুই যুবক তাদের সাহায্য করছে। একজনকে বলতে শোনা যাচ্ছে তুই এখানে ১ বছর ১ মাস মানে ১৩ মাস এভাবে থাকবি। সাথে অশ্লীল ভাষায় গালাগাল করতেও শোনা যায়।
পুলিশ ও রায়হানের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বরগুনা জেলার তালতলির উদ্দেশ্যে রওনা দেয় রায়হান। এসময় তার সাথে ১ লাখ টাকা, মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন ছিলো বলে দাবি পরিবারের। পরে সন্ধ্যায় তার স্ত্রী ফোন করে অবস্থান জানতে চাইলে মোবাইলের অপরপ্রান্ত থেকে ধস্তাধস্তির শব্দ শুনতে পান স্ত্রী। এসময় সংযোগ বিচ্ছিন্ন করে ফোনটি বন্ধ করে দেয়া হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। রাতে স্থানীয় শাহজাহান শিকদারের মাধ্যমে তার পিতা আবুল কাশেম ফেসবুকে একটি ভিডিও দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। এবং রাতেই তিনি বাদী হয়ে ইমাম সিকদার, মশিউর, ইমরান ও বিপ্লব শীলসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের নামে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, রায়হানের পিতা বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা চেষ্টা করছি ওই ছেলেটাকে উদ্ধার করতে। আর ভিডিও ফুটেজে যাদের ছবি দেখা গেছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host