জাফর ওয়াজেদ এর কবিতা ‘বসন্ত আসার আগে’

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১০, ২০২১ | ৮:২৩ অপরাহ্ণ

বসন্ত আসার আগে
—-জাফর ওয়াজেদ

সোনালি রোদের ওম মেখে গায়ে বেশ তরতাজা
ফুলেদের সাথে খোশগল্পে মেতে শীতের আদুরে
রেণুর সম্মিলিত সোহাগে উপচে পড়ে আবেগ-
উচ্চতায় ভরপুর পীড়নে নেচে ওঠেন নানান মুদ্রা
ভঙ্গিতে বেশ মৌঁতাতে, খড়কুটো জ্বেলে তপ্ততাকে
কাছে পেতে উশখুশ বেশ ভাব আসে, মনে দ্বিধা দ্বন্দ্ব।
শেষ খড়কুটোটুকুও পুড়ে ছাই উষ্ণতায় শীতের তন্দ্রায়
নিরাপদ কেটেছে জীবন যার তার বুকের ভেতর গুমরে
ওঠে ঝাউবনÑ নদীর জলে ভাসে হিংস্রতার নানা ধ্বনি
প্রতিধ্বনিত হয় কোষে কোষে ও রন্ধ্রে রন্ধ্রে পাখিদের
ঝাপটানো, আকাশের নীলিমায় তার চোখ ভেসে আসে।
বসন্ত আসার আগে রোদের উত্তাপ শুষে নিতে আজ
দেহমন বড় বেশি উৎসুকমুখর, বড় বেশি সাজ সাজ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host