মনগড়া ও ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে করোনা টিকা নিতে হবে : পুলিশ কমিশনার

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১১, ২০২১ | ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ৭ ফেব্রুয়ারী সমগ্র দেশব্যাপি একযোগে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি চালু হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা গ্রহণ করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

এরপর টিকা গ্রহণ করেন সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু বিএমপি কমিশনার ) প্রকৌশলী শাহেদ চৌধুরীসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তানৃন্দ।

এসময় পুলিশ কমিশনার টিকা সম্পর্কে মনগড়া ও ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা প্রাদূর্ভাবের শুরু থেকে সাধারণ মানুষের করোনা মোকাবেলায় যেমন পাশে থেকেছি, তেমনি করোনা টিকা গ্রহণ করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও জনগণকে উদ্বুদ্ধ করতে আমরা অগ্রভাগে ভ্যাকসিন গ্রহণ করছি, যা সম্পূর্ণ নিরাপদ।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host