বরগুনায় শিক্ষকের বাড়িতে দুধর্ষ ডাকাতি, আটক ৬

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৩, ২০২১ | ৫:১৪ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি ::: বরগুনায় এক স্কুলশিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার লুট করেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতের হামলায় ওই শিক্ষক ও তার স্ত্রী আহত হন। আহতদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সন্দেহমূলকভাবে ছয় জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সদর থানা পুলিশ।

শিক্ষক আলমগীর হোসেন জানান, শুক্রবার রাত ২ টার দিকে তার বাড়ির গেটের তালা ভেঙে ১০/১২ জনের মুখোশ ধারি একদল ডাকাত ঘরে প্রবেশ করে। সেসময় ডাকাতরা শিক্ষক আলমগীর ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুইলক্ষ চল্লিশ হাজার টাকা ও আট ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। স্থানীয়দের দেখে ডাকাতরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই রাতেই সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে পুলিশ।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, আটক ছয় জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত শুরু করেছেন তারা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host