চরফ্যাশনে মেয়র- কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৩, ২০২১ | ৬:৫৪ অপরাহ্ণ

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন পৌরসভায় মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে৷ ১২ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রার্থীদের উপস্হিতিতে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার উৎসবমূখর পরিবেশে প্রার্থীদের উপস্হিতিতে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার মেঃ রফিকুল ইসলাম,ইসলাম,বিভিন্ন পত্রিকার গণমাধ্যমকর্মিরা উপস্হিত ছিলেন৷
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃমোরশেদ (নৌকা) বিএনপি মেয়র প্রার্থী সিকদার হুমায়ন কবির (ধানেরশীষ) স্বতন্ত্র মেয়র প্রার্থী অধ্যক্ষ মীর শরিফ হোসেন (নারিকেল গাছ)। সাধারন কাউন্সিলর পদে
১ নং ওয়ার্ডে আবুল খায়ের নাজু ( উটপাখি) মোঃ খায়রুল আলম স্বপন চৌধুরী(পাঞ্জাবী)।
২ নং ওয়ার্ড মোঃ নজরুল ইসলাম কৃষান(পাঞ্জাবী), মোঃ মফিজ(পানির বোতল),মোঃ রফিকুল ইসলাম ( উটপাখি)।
৩ নং ওয়ার্ডে আঃ মতিন মোল্লা(পাঞ্জাবী), মঞ্জু বাতান(উটপাখি), মোঃনয়ন ( ব্রীজ), অধ্যাপক মোঃরেজাউল হাসান (টেবিল ল্যাম্প), মোঃ শরীফ (পানির বোতল)। ৪ নং ওয়ার্ডে মোঃ আকতারুল আলম সামু (পাঞ্জাবী), তাপস চন্দ্র দাস(পানির বোতল), মেহেদী হাসান কালু (উটপাখি) শাহ মোহাম্মদ মঞ্জুর হোসেন হারুন (ডালিম)। ৫ নং ওয়ার্ডে আকবর হোসেন হাওলাদার (পানির বোতল),মোঃ গিয়াস(ডালিম), মোঃ জাহিদুল ইসলাম সেলিম(উটপাখি), মোঃজয়নাল আবেদীন (পাঞ্জাবী)। ৮ নং ওয়ার্ডে মোঃ জাহিদুল ইসলাম রাসেল( উটপাখি), মোঃ মোস্তফা ( ব্লাকবোর্ড), মোহাম্মদ তোহা (পাঞ্জাবী), মোশারেফ হোসেন মুন্না(পানির বোতল) মোঃসিদ্দিকুর রহমান(ডালিম)।
এ ছাড়া সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে
ফরিদা পারভীন (আনারস), ফাতেমা বেগম (হারমোনিয়াম) সুফিয়া খাতুন(চশমা)। সংরক্ষিত ৭,৮,৯ জাহানারা বেগম (জবাফুল),কামরুন নাহার মঞ্জু (বলপেন), হোসনে আরা ( আনারস)৷ ৪,৫,৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজয়ানা পারভীন সাধারন কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন ৬নং ওয়ার্ডে মোঃ মনির হোসেন ৭নং ওয়ার্ডে মোস্তাহিদুল হক তানভীর ও ৯নং ওয়ার্ডে মোঃ মিজানুর রহমান মন্জু এবং সংরক্ষিত ৪,৫,৬ ওয়ার্ডে রেজোয়ানা পারভীন৷ চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গত শুক্রবার বিকাল ৫ টায় সাংবাদিককে এই তথ্য নিশ্চিত করেছেন৷

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host