১৪ই ফেব্রুয়ারী সাংবাদিক এম কেনান খানের শুভ জন্মদিন

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৩, ২০২১ | ১০:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥
আজ ১৪ই ফেব্রুয়ারী রোজ রবিবার দৈনিক আজকের বরিশাল পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক ও প্রবীণ সাংবাদিক এম কেনান খানের শুভ জন্মদিন। রাত ১২টা ১মিনিটে কেক কাটাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে তার সহকর্মীরা। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আজকের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ খলিলুর রহমান, যুগ্ম বার্তা সম্পাদক জুবায়ের ইসলাম, দৈনিক ভোরের অঙ্গীকার প্রত্রিকার বার্তা সম্পাদক এমআর মন্টু, সাংবাদিক আল- আমীন, রঞ্জিত মালীসহ সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। কর্ম জীবনে তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল বার্তা, দৈনিক ভোরের অঙ্গীকারসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সাথে পেশাগত দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে এম কেনান খান দৈনিক আজকের বরিশাল পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। সুদীর্ঘ ১৫ বছর সাংবাদিকতার জীবনে সুনাম ও দক্ষতার জন্য অনেক শুভাকাঙ্ক্ষী সৃষ্টির পাশাপাশি সাধারণ মানুষেরও ভালোবাসা অর্জন করেছেন। এছাড়াও তিনি সাংবাদিক সংস্থা ও বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য পদে রয়েছেন এবং সমবায় ব্যাংকের সাবেক পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।ব্যক্তিগত জীবনে ১০ বছর প্রবাস জীবনে জার্মানি, স্পেন, ইতালি,পর্তুগাল, সুইসারল্যান্ড, ফ্রন্স, হল্যান্ড, রাশিয়া, বেলজিয়ামসহ ইউরোপের ১১টি দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি শতভাগ সুখী একজন মানুষ।স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে এবং তাদের ঘরে নাতী নাতনি নিয়ে সুখী জীবন যাপন করে যাচ্ছেন। বরিশাল সদর উপজেলার সাহেবের হাটে তার পৈতৃক বাড়িতে জন্ম গ্রহণ করলেও পরিবার পরিজন নিয়ে তিনি কাউনিয়া প্রধান সড়কে নিজ বাস ভবনে বসবাস করেন। শুভ জন্মদিন উপলক্ষে এম কেনান খান বলেন,,আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখতে দেখতে জীবনের অনেকটা বেলা পার হয়ে গেছে। আর কত দিন এই পৃথিবীতে বেচে থাকবো জানি না। সবাই দোয়া করবেন বাকী দিনগুলো যেন সুস্থ থেকে মানুষের সেবা করে যেতে পারি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। সকলের জন্য শুভ কামনা রইলো।আমাকে কথা দিতে হবে মাদকের সাথে যুক্ত থাকবো না, ওপেন হাউস ডে অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্য বিএমপি কমিশনার। জুবায়ের ইসলামঃ গতকাল ১৩ই ফেব্রুয়ারী রোজ শনিবার কোতোয়ালী মডেল থানা বিএমপি কতৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার। অনুষ্ঠানে আগত জনসাধারণের কাঙ্ক্ষিত সেবা কতটুকু পূরন হয়েছে সেটা জানানো হয় । শুরুতেই গত মাসের সাধারণ মানুষের প্রদত্ত অভিযোগের কতগুলো সমাধান হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেবা নিশ্চিত করতে কোতোয়ালী মডেল থানা পুলিশে কর্মরত সকল সদস্যদের নিকট জবাবদিহিতা নিশ্চিত করেন। যেসকল অভিযোগ এখনও সমাধান করা হয়নি সেগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য নির্দেশ প্রদান করেন।অনুষ্ঠানে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার বলেন,,সমাজে শান্তি প্রতিষ্ঠায় একজন বিট অফিসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নীতি আর আদর্শ নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের কাজ করতে হবে। আগত জনসাধারণের উদ্দেশ্য বিএমপি কমিশনার বলেন,,শুধু পুলিশ সদস্যরা ভালো হলেই চলবে না। এলাকায় বসবাস করা জনগণকেও সচেতন থাকতে হবে। মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আগত সবাইকে কথা দিতে হবে পরিবারের কেউ মাদকের সাথে যুক্ত থাকবেন না। আপনারা সবাই কথা দিন আমরা মাদকের সাথে নিজেদের জড়িত করবো না। সবাই যদি মাদক মুক্ত থাকতে পারেন দেখবেন সমাজটা কত বদলে গেছে। আপনাদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদা জাগ্রত আছি। বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার আরও বলেন,, যে কোন প্রয়োজন অথবা সহযোগীতার জন্য আমাকে ফোন দিবেন। ফোন করতে কোন ভয় পাবেন না কারণ আপনাদের সেবা নিশ্চিত করাই আমার কাজ। যেকথা আগেও বলেছি আজ এই অনুষ্ঠানে আবারও বলছি আমাদের পুলিশ সদস্যদের বিরুদ্ধে সেবা প্রদানের নামে যদি অহেতুক হয়রানি করার অভিযোগ থাকে জানাবেন এক বিন্দুও ছাড় দেয়া হবে না। আপনারা সকলেই প্রতি মাসের ওপেন হাউস ডে অনুষ্ঠানে আসবেন। অভিযোগ না থাকলেও আসবেন আর থাকলেও আসবেন কারণ এখানে অপরাধ দমনের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এলাকায় বেশি করে ওপেন হাউস ডে অনুষ্ঠানের কথা প্রচার করুন। হয়তো আপনার মাধ্যমে একজন ভুক্তভোগী জানতে পারবে । নিজেরা সচেতন থাকুন অন্যকে সচেতন করুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন, এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ইন্সপেক্টর তদন্ত মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ- পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা , সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালী মডেল থানা মোঃ রাসেল, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ রবিউল ইসলাম শামীম, ইন্সপেক্টর অপারেশন কোতোয়ালী মডেল থানা মোঃ মোজাম্মেল হোসেন, থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্য, সাংবাদিক, রাজনৈতিক, কমিউনিটি পুলিশের নেতৃত্ববৃন্দরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host