পিরোজপুরে আ’লীগের দুগ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৬, ২০২১ | ৪:২০ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি :: আধিপত্য বিস্তার নিয়ে পিরোজপুরে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর থানায় করা একটি মামলায় কদমতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ খানসহ ৩৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ মামলাটি করেছেন স্থানীয় মো. ফারুক শেখ।

অন্যদিকে পিরোজপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বায়েজিদ হোসেনসহ ২৩ জনকে আসামি করে অপর মামলাটি করেছেন স্থানীয় সালেহা বেগম।

পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনার সঙ্গে জড়িত দুগ্রুপের চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ খান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মো. সিহাব উদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ খান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মো. সিহাব উদ্দিন গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিল।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host