বাঙালি জাতির অহংকার বঙ্গবীর ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী সিলেটে পালিত

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৬, ২০২১ | ৮:১৪ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি :: বাঙালি জাতির অহংকার, মহান মুক্তিযোদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মাজার জিয়ারত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদাদ্ধা মহিউদ্দিন, সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল এডভোকেট, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, এডভোকেট শেখ আখতারুল ইসলাম, স্মৃতি সংসদের সহ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমনু, সিরাজুল ইসলাম, সদস্য আমিন তাহমীদ, আল মামুন বাবলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ প্রমুখ।

জিয়ারত শেষে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী সহ মুক্তিযুদ্ধের শহীদানদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host