গাবতলীতে ব্যাংক ডাকাতির চেষ্টা উৎঘাটনে ইন্সপেক্টর আনোয়ারকে সম্মাননা

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৬, ২০২১ | ৮:২৭ অপরাহ্ণ

মুহাম্মাদ আবু মুসা=
গত সোমবার বগুড়া পুলিশ লাইন্স হলরুমে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। সভা শেষে জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে গাবতলী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেনকে সম্মাননা ক্রেষ্ঠ তুলে দেয়া হয়। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে এই সম্মাননা ক্রেষ্ঠ তুলে দেন। চলতি বছরের ৫জানুয়ারী উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগাছা বন্দরে সাবেকপাড়া শাখা রুপালী ব্যাংক ডাকাতি বা চুরির চেষ্টা ঘটনায় দ্রুত উৎঘাটন করে আসামীকে গ্রেফতার করায় কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) তাঁকে (আনোয়ার) এই সম্মাননা প্রদান করেন। এ ছাড়াও ইন্সপেক্টর আনোয়ার হোসেন বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা, ওয়ারেন্ট তামিলসহ আরো নানা ধরনের অবদান রয়েছে তাঁর। আনোয়ার হোসেন ২০০৫সালে সরাসরি সাব- ইন্সপেক্টর (এসআই) পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাঁর কর্মদক্ষতায় ২০১৬সালে ইন্সপেক্টর হিসেবে পদন্নোতি পান। তিনি পাবনা জেলার ঈর্স্বরদী উপজেলার আলতাপাড়ায় (গরগড়) এলাকায় মুসলিম সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host