পবিপ্রবিতে স্বরস্বতী পূজা উদযাপিত

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৬, ২০২১ | ৯:১১ অপরাহ্ণ

বরিশাল বাণীঃ বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)এ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে পূজার্চনা, প্রতিমা স্থাপন, দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সদস্য সচিব ও এনএফএস অনুষদের সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী এবং প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। এসময় পবিপ্রবির সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর কাছে বিদ্যা প্রার্থনা করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host