পিরোজপুরের নজিরপুরে ১কেজি ২’শ গ্রাম গাঁজা ও পৌনে ৩ লাখ টাকা উদ্ধার

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৭, ২০২১ | ৭:১০ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সোয়া কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ২ লাখ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. হাফিজুর রহমানের বসত ঘর থেকে থানা পুলিশ ওই টাকা ও গাঁজা উদ্ধার করেন।
ওই গাঁজা ও টাকা উদ্ধার অভিযান কাজে থাকা থানা পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জানান, ওই রাতের সাড়ে ৯টার দিকে স্থাণীয় ফজলুর রহমানের ছেলে হাফিজুরের বাড়িতে গাঁজা বিক্রির খবর পেয়ে ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ হোসেন শিকদারকে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রেতা হাফিজুর পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তার ঘরে অভিযান চালিয়ে ওই ঘরের সুকেচে থাকা এক কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২ লাখ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়। থানা পুলিশ আরো জানান, ওই হাফিজুর রহমান এর আগের একটি ইয়াবা মামলার অভিযুক্ত ও বিচারাধীন মামলার আসামী।
স্থাণীয়রা জানান, মাদক বিক্রেতা হাফিজুর তার ছোট ভাই স্থাণীয় গ্রাম পুলিশ হওয়ায় তার ছত্রছায়ায় সে মাদক কারবারির সাথে জড়িত।
থানার অফিসার ইন চার্জ মো.আশ্রাফুজ্জামান জানন, এ ঘটনায় মাদক কারবারী হাফিজুরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host