সেদিন_অাঠার_বছর_হলে

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৯, ২০২১ | ১০:৪৮ অপরাহ্ণ

থাকতাম না ঘরে বসে
সব স্বজনের বাঁধন কেটে
লাঠি কিংবা শাবল হাতে
যুদ্ধে যেতাম চলে!
সেদিন অাঠার বছর হলে।

রইতাম না হাত গুটিয়ে
শিরার রক্ত টগবগিয়ে
চামড়াগুলো খুলে নিতাম
বেয়োনেট নয়
তাল করাতে ছিলে!
সেদিন অাঠার বছর হলে।

দুলার ভিটার জংলা বনে
মনির নামের কৃষক বেটার
মরতে হতো না
পাকিদের বুটের অাঘাতে
পরে বুলেটের তলে!
সেদিন অাঠার বছর হলে।

তালতলির ঘাটে গ্রেনেড ফেটে
নামতে দিতাম না হানাদারদের
জ্বালাতে দিতাম না বসত বাড়ী
পালাতে হতো না পোয়াতি নারী
স্বামীর লাশটি অাগোসোলে ফেলে
ঝুড়া মাটির তলে!
সেদিন অাঠার বছর হলে।

ধানের ক্ষেতে বিছানা পেতে
রাত কাটাতে হতো না শতবর্ষী
লস্করের মাকে লাঠি হাতে
পাছে পাক হানাদার
যদি মেরে ফেলে!
সেদিন অাঠার বছর হলে।

রচনাঃ মোহাম্মদ এমরান,
রচনাকালঃ ১৯/০২/২০২১।

=======\\\\\\\=======

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host