প্রতিবেদন সরাতে চাপ- গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: সিইউজে

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২০, ২০২১ | ৬:৩১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:
পুরনো প্রতিবেদন মুছে ফেলার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কয়েক ডজন উকিল নোটিস পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শুক্রবার এক বিবৃতিতে এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ বলেন, “গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদে কোনো ধরনের ত্রুটি থাকলে তা সংশোধনেরও প্রক্রিয়া আছে। কিন্তু বিডিনিউজে বিভিন্ন সময় প্রকাশিত একাধিক প্রতিবেদন পোর্টাল থেকে মুছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের একের পর এক উকিল নোটিস প্রেরণ ও মামলা দেওয়ার হুমকি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবেই মেনে নেওয়ার মত নয়।”

সংশ্লিষ্ট মহলকে এ ধরনের ‘অনৈতিক চাপ’ প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, “অন্যথায় দেশে গণমাধ্যমকর্মীরা নিজেদের অস্তিত্বের স্বার্থে এ ধরনের অপতৎপরতার বিরূদ্ধে রুখে দাঁড়াবে।”

বিডি নিউজ ২৪

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host