বরিশালে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৪ জনকে জরিমানা

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২০, ২০২১ | ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলাধীন চরমোনাই এলাকায় কীর্তনখোলা নদীর তীরে কোস্টগার্ডের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে মাটি কাটার সময় ৪ জনকে আটক করা হয়।

শুক্রবার রাতে বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর নেতৃত্বে “বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০” এর আলোকে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

এসময় অপরাধের গুরুত্বসহ সার্বিক দিক বিবেচনায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করায় একই আইনের ১৫ (১) ধারা অনুযায়ী ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host