ঝালকাঠিতে ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২০, ২০২১ | ৩:৪০ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর ছুরিকাঘাত ও মধ্যরাতে বাসস্থানে অতর্কিত হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সবাই সন্ত্রাসবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে হামলাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্র্থী সৈয়দা মাহফুজা মিষ্টি, সাইদুল ইসলাম সাঈদ, ইমরান হোসেন, ববি’র সাবেক শিক্ষার্থী আশিকুর রহমান, হাতেম আলী কলেজের শিক্ষার্থী মারিয়া মীমসহ অনেকে।

বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।

 

 

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host