উজিরপুরে রাস্তা দখল করে ভবন নির্মান !

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২১, ২০২১ | ৭:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় জনসাধারণ চলাচলের রাস্তা আটকিয়ে ভবন নির্মান করছে এক প্রভাবশালী ব্যক্তি।সরকারী নির্দেশনা উপেক্ষা করে এমন কাজ করায় ক্ষুব্দ এলাকবাসী।সূত্রে জানাযায় ২০১৭সনে রাস্তা বন্দ করে ভবন নির্মানের কাজ শুরু করে শংকরপুর গ্রামের মোঃ আলী হোসেন সরদার।স্থানীয়রা রাস্তা আটকিয়ে এমন কাজ করতে বাধা প্রদান করে। আলীহোসেন প্রবাসী হওয়ায় কারো কথায় কান না দিয়ে নির্মান কাজ চালিয়ে যায়।২০১৭সনের ১৬ জুলাই একটি পত্রিকায় “উজিরপুর রাস্তা দখল করে পাকা ভবন নির্মান”শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। রাস্তাটি সংকোচিত হলে সরকারী ১০লক্ষ টাকা ব্যায়ে নির্মিত কালভার্টটি অর্থহীন হয়ে পড়বে এই ঘটনাটি দৃস্টিতে আসে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ততকালীন সহকারী কমিশনার (ভূমি)উজিরপুর রুম্পা সিকদার সার্ভেয়ার নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং রাস্তার উপর নির্মিত তিনটি পিলার অপসারন করেন। এ মর্মে সহকারী কমিশনার (ভূমি)রুম্পা সিকদার ০৩/০৪/১৮ তারিখ জেলা প্রশাসককে এক স্মারকের মাধ্যমে জানান।সহকারী কমিশনার (ভূমি)রুম্পা সিকদারের পদক্ষেপে ততকালীন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান ধন্যবাদ জানান।পাশাপাশি জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যহত রাখার জন্য পরামর্শ প্রদান করেন।পরবর্তীতে ২০১৯সনে পুনরায় আলী হোসেন নির্মান কাজ শুরু করে।তবে পূর্বের চেয়ে অধিক জায়গা দখল করে বাউন্ডারী ওয়াল নির্মানের কাজ শুরু করলে স্থানীয়রা বাধা প্রদান করে।জনসাধারনের চলাচলের জন্য রাস্তা রক্ষার্থে বিভাগীয় কমিশনার বরাবর স্থানীয় মোঃআলাউদ্দীন খান সহ ২৫ জন স্বাক্ষরিত আবেদন করেন।আবেদনে উল্লেখ করেন উক্ত রাস্তায় সরকারী ১০লক্ষ টাকা ব্যায়ে কালভার্ট নির্মান হয়েছে। তাছাড়া উক্ত রাস্তা কার্পেটিং এর জন্য টেন্ডার হয়েছে।তাছাড়া ৪আগস্ট২০১৯উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করা হয়েছে।অপরদিকে মোঃআলি সরদার প্রবাসী হওয়ায় অর্থবৃত্বের মলিক।তার এক আত্মীয় পরিচয়দিয়ে সকলকে দমাতে চেস্টা করে।আলি সরদারের ভাইয়েরাও টাকার গরমে আইনকানুনের তোয়াক্কা না করে রাস্তা বন্দকরে নির্মান কাজ চালিয়ে যায়।এলাকাবাসী উপায়ান্ত না পেয়ে প্রতিবাদ স্বরুপ সরকারী ভাবে নির্মিত কালভার্টটি টিনের বেড়া দিয়ে বন্দ করে দেয়।এব্যাপারে সালিশ মিমাংসার উদ্দোগ চলছে বলে জানাযায়। এলাকাবাসী জানায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্দ করে বাউন্ডারি নির্মানকরছে আলি সরদার। প্রশাসনের উদ্দোগে একবার পিলার ভাঙ্গাহলেও আইন নামেনে তারা কাজ চালিয়ে যাচ্ছে।জনস্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host