ভাষা শহীদদের স্মরণে জীবননগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২১, ২০২১ | ৩:৩২ অপরাহ্ণ
বৃক্ষরোপণ করছেন জীবননগর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ | ছবি: বরিশাল বাণী

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।।  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

এছাড়া একুশে ফেব্রুয়ারি সকালে উথলী ডিগ্রি কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পরবর্তীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র সহ-সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উথলী ডিগ্রি কলেজের প্রভাষক (হিসাব বিজ্ঞান) মোঃ জাহাঙ্গীর আলম, অফিস সহকারী শেখ ইমতিয়াজ আলী, মোঃ জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা অমিত খান, হজরত আলী, শাকিল আহম্মেদ জিসান, রনি মাহমুদ, রাজিব হোসেন, যুবদল নেতা নাজমুল হুসাইন অপুসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

উথলী ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ শেষে উথলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টুসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ করছেন জীবননগর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ | ছবি: বরিশাল বাণী

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host