পূর্ব ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করল ববি শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২২, ২০২১ | ৯:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: চরমোনাই মাহফিলে আসা মুসল্লিদের দুর্ভোগের কথা চিন্তা করে আগামী মঙ্গলবারের (২৩ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অমিত হাসান রক্তিম।

তিনি জানান, সন্ধ্যার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বৈঠক করে চরমোনাই মাহফিলে আসা মুসল্লিদের দুর্ভোগের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সন্ধ্যার পর পূর্ব ঘোষিত মশাল মিছিল করার কথা থাকলেও তা বাতিল করেন শিক্ষার্থীরা। তবে বিকেল ৫টার দিকে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। তবে চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিহ্নিত হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গত ছয় দিন ধরে মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host