পতিবন্ধী মুসার ঘরের জন্য আবেদন করলেন জাহিদ কমিশনার

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২৫, ২০২১ | ২:১৬ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ হাতনেই পা নেই নাই জমিজমা ঘরবাড়ি এমনএক পতিবন্ধীর ভিক্ষুকের ঘরের জন্য আবেদন করলেন জাহিদ কমিশনার।
২৫ ফেব্রুয়ারী বেলা ১২ টায় পটুয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী মুসার ঘরের জন্য নিজেই পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর নিকট একটি আবেদন জমা দেন। জেলা প্রশাসক সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার এর বরাবর পৌছানোর তাদিগ দেন। হত দরিদ্র ভিক্ষুক মুসার বাড়ী কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন এর চর চান্দুপারার হেলাল হাওলাদারের ছেলে। পথে প্রান্তরে মুসা ভিক্ষা করে কোন মতে জীবন চালান। হাতনেই পানেই না আছে মাথা গোঁজার ঠাঁই। এমনি জীবন নিয়ে চলছেন মুসা তারই পাশে এসে দাড়িয়ে একটি ঘরের জন্য আবেদন করলে পটুয়াখালী পৌরসভার কাউন্সিল জাহিদ হোসেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host