বরিশালে পুলিশের গাড়িচালকের করোনাভাইরাস শনাক্ত

প্রকাশের তারিখ: মে ১২, ২০২০ | ১১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক গাড়ি চালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। তাকে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

কনস্টেবল পদবীর এ পুলিশ সদস্য বরিশাল মেট্রোপলিটন দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদের গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার দক্ষিণ জোনের কার্যালয় ‘লকডাউন’ করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, জ্বর গলাব্যাথাসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত শনিবার পুলিশ হাসপাতালে ভর্তি হন ওই গাড়ি চালক। সোমবার নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়।

এ ঘটনায় তার সংস্পর্শে আসা পুলিশ কর্মকর্তা, কর্মচারীসহ ৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে বাকি সদস্যদেরও কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

তবে কতজন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মোট কতজনের নমুনা পরীক্ষা করা হবে তা স্পষ্ট করে বলেননি এ পুলিশ কর্মকর্তা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host