পিরোজপুরে দলিত সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২৮, ২০২১ | ১২:২০ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কালীন বিপর্যস্ত পিরোজপুরের দলিত সম্প্রদায়ের মাঝে বেসরকারি মানবাধীকার সংগঠন (শারি) র উদ্যোগে ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২৫ পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) পিরোজপুর বিশ্ববিদ্যালয় ক্লাবে ২৫টি দলিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, পিয়াজ, চিনি ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরন করা হয়। এসময় সুনাম জেলা কমিটির সাধারন সম্পাদক খালেদা আক্তার হেনা, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, শারির এ্যাডভোকেসী কর্মকর্তা শিবানী গাইন, দিশারী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক আব্দুল আলী খান, দলিত কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল হাসান মনির প্রমুখ। করোন কালীন সময়ে কাজ না থাকায় অভাব অনটনে থাকা দলিত পরিবার গুলোর এই খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ্টী প্রকাশ করেন। দলিত সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দলিত কন্ঠ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host