কলাপাড়ায় মামলা করে বিপাকে এক গৃহবধু

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২৮, ২০২১ | ৬:৪০ অপরাহ্ণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ কলাপাড়ায় মামলা করে বিপাকে গৃহবধু রিনা বেগম। স্বামীর অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে নারি ও শিশু নির্যাতন দমন আইনে জি আর ১৪১/২০১৪ মামলায় স্বামীর এক বছর কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। আপিলে জামিনে মুক্তি পেয়ে ফের স্বামী ফেরদৌস স্ত্রী রিনা বেগমের উপরে অত্যাচারের মাত্রা দ্বিগুন বাড়িয়ে দেন বলে এক লিখিত অভিযোগে দাবি করেন। উপজেলার নিলগঞ্জ ইউনিয়নের দড়িয়াপুর গ্রামে ফেরদৌসের সাথে ২৭.০৬.২০০৯ তারিখে এক লক্ষ টাকা দেনমোহর ধার্যকরে রেজিস্ট্রিকৃত কাবিনমূলে রিনা ফেরদৌসের বিবাহ সম্পন্ন হয়। ঐ দম্পত্তির মালিহা নামের এক কন্যা সন্তান রয়েছে। যৌতুকের দাবিতে স্বামী ফেরদৌস প্রায়ই মার ধর করতোবলে রিনার অভিযোগ। এবং সাংবাদিকদের ভুল তথ্যদিয়ে মিথ্যা রিপোর্ট প্রকাশ করার অভিযোগও করেন। স্বামীর বিরুদ্ধে পটুয়াখালীর পারিবারিক আদালতে ১৩/২০১৮ মামলা দায়ের করি। ঐ মামলায় আদালত সর্বসাকুল্যে ৭ লাখ ৫৬ হাজার টাকা প্রাপ্ত হবেন বাদি। অথচ বিবাদি পক্ষ ক্ষিপ্ত হয়ে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে রিনা বেগম জানান।
##
কলাপাড়া প্রতিনিধি
২৮.০২.২০২১

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host