বাকেরগঞ্জের ঈদ বাজারে জনস্রোত, করোনা সংক্রমন বৃদ্দির আশংকা

প্রকাশের তারিখ: মে ১২, ২০২০ | ১১:৪৫ অপরাহ্ণ

বাকেরগঞ্জ প্রতিনিধি–

করোনা মহামারী মোকাবেলায় বাকেরগঞ্জের সংশ্লিষ্টরা সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই অজানা কারণে পাল্টে যায় তাদের তৎপরতা। এ কারণে উপজেলার সবগুলো হাট-বাজারে ছিলো মানুষের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্বতো দূরের কথা, হাট-বাজারগুলো পরিণত হচ্ছে মিলনমেলায়। পরবর্তীতে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সমান্য পরিসরে মার্কেট খোলা রাখার সরকারি নির্দেশনা দেয়া হলেও তা মানছে না কেউ। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম তাদের সীমাবদ্ধতার কথা জানিয়ে বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সবার মধ্যে সচেতনতা না থাকায় স্বাস্থ্যবিধি পুরোপুরি মাননো সম্ভব হচ্ছে না। সদর রোড থেকে কর্মস্থল যেতে মানষের ভিড়ে বিপত্তিতে পড়েন তিনি। উপজেলার ব্যবসায়ীদের সংগঠন বাকেরগঞ্জ বণিক সমিতি ও পৌর কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, আমিও চাই সবাই সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা মোকাবেলায় সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুক। ঈদের কেনাকাটায় উপজেলার সদর রোডে জনস্রোতে তিনিও বিব্রত হচ্ছেন বলে জানিয়েছেন। বাকেরগঞ্জ বণিক সমিতি’র সভাপতি মাসুদ আকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জিলন ডাকুয়া জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা মার্কেট বন্ধ রাখার ক্ষেত্রে অটল ছিলেন। কিন্তু স্বল্পপরিসরের নামে মার্কেট খুলতে গিয়ে জনসমাগম ঘটে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নিজেদের জীবনই ঝুকিতে পড়েছে। এ কারণে বাকেরগঞ্জ বণিক সমিতি পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সকল বিপনীবিতান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host