পিরোজপুরে সরকারি চাল বাজারে বিক্রির জন্য মোড়ক পরিবর্তনের সময় জব্দ

প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২১ | ৪:০৩ অপরাহ্ণ

 

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বন্দর বাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামক একটি দোকানে সরকারি চাল এর বস্তার মোড়ক পরিবর্তন করে নুরজাহান ব্রান্ড নামের বস্তায় তা বস্তাজাত করার সময় জব্দ করেছে প্রশাসন।

জানাগেছে, বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া বাজারের খেয়াঘাট সড়কের মায়ের দোয়া এন্টারপ্রাইজে দরিদ্রদের জন্য “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগান সম্বলিত ৩০কেজি ওজনের সরকারি চালের বস্তা পরিবর্তন করে নুরজাহান ব্রান্ড নামের মোড়কে এক নম্বর মিনিকেট চাল হিসেবে ৫০ কেজির বস্তায় ভরা হচ্ছিল। এই সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০কেজি ওজনের সরকারি ৩৩ বস্তা চাল সহ ১৬৩ বস্তা চাল জব্দ করেন ।

স্থানীয় একটি সূত্র থেকে জানায়, মায়ের দোয়া এন্টারপ্রাইজ মালিক মো. আলমগীর দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা ছাড়াও অন্যান্য জেলা,উপজেলার টিআর,কাবিখা ছাড়াও সরকারি সুবিধাভোগী বিভিন্ন মানুষের চাল কম মূল্যে ক্রয় করে এবং কিছু মিনিকেট চাল ঐ চালের সাথে একত্র করে নুরজাহান ব্রান্ডের করে এক নম্বর মিনিকেট চাল বলে বেশি দামে বিক্রি করে আসছে ।

ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক ইদ্রিস বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে রাতেই মামলা দায়ের করেছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host