মঠবাড়িয়া পুকুরে বিষ প্রয়োগে দিশেহারা চাষী

প্রকাশের তারিখ: মার্চ ৯, ২০২১ | ৬:৪৬ অপরাহ্ণ

মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ মার্চ) গভীর রাতে উপজেলার বাদুরতলী গ্রামে বাবুল আকনের পুকুরে এ ঘটনা ঘটানো হয়। বাবুল আকন ওই এলাকার মৃত. সুলতান হকের পুত্র। এতে ওই মাছ চাষীর এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ রিয়াজ গংদের সাথে বাবুল আকনের বিরোধ চলে আসছে। ইতোপূর্বে অভিযোগে উল্লেখিত বিবাদীরা বিভিন্ন ক্ষয় ক্ষতি সাধন সহ ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। ঘটনার তারিখ ও সময় রাত অনুমান সাড়ে ১০ টার দিকে বিবাদীদের উক্ত পুকুরের পাশে ঘোরাফেরা করতে দেখে ভোরে পুকুরে গিয়ে মাছ ভাসতে দেখেন পুকুরের মালিক।বিষয়টি জানা জানি হলে স্হানীয় গ্রাম পুলিশ, ইউপি সদস্য ও গন্যমান্য সহ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। উপস্হিত সবাই বিষ প্রয়োগেই মাছগুলো মারা গেছে বলে ধারনা করেন।

ক্ষতিগ্রস্ত বাবুল জানান, আমার ব্যক্তিগত পুকুরে ২৫ হাজার টাকা ব্যয়ে রুই-কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি। মাছের পরিচর্যায় আরো ২৫ হাজার টাকা খরচ হয়। মাছগুলো বিক্রি করতে পারলে এসব খরচ উঠে আসতো বলে জানান তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন প্রতিদিনের ন্যায় আজ সকালে মাছের খাবার দিতে গিয়ে মাছগুলো ভাসতে দেখে আমি হতাশ হয়ে পড়ি। আমার লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে।

মঠবাড়িয়া থানা পুলিশ জানায়,”এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host