চরফ্যাশনে অবৈধ ইট ভাটায় ধারাবাহিক অভিযানে জরিমানা

প্রকাশের তারিখ: মার্চ ১০, ২০২১ | ৬:২৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের ধারাবাহিক অভিযানে ৫টি অবৈধ ইট ভাটা ধ্বংস ও একটি ইট ভাটার সঠিক কাগজ পত্র না থাকায় জরিমানা করা হয়েছে। বুধবার (১০মার্চ) বেলা ১১টায় উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শিবা চৌমোহনী এলাকায় নাভানা ব্রিকস নামের একটি অনুমোদন বিহীন ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ভাটা মালিক মনির হোসেনের ৪ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে অনির্দিষ্ট কালের জেল দেয়া হয়। তবে স্থানীয় বাসিন্দা রিশাদ রহমান বলেন, এ উপজেলায় ১৩টি অবৈধ ইট ভাটার মধ্যে ৫টি ভাটা গুড়িয়ে ধ্বংস করা হলেও আড়ালে রয়ে গেছে ৮টি অবৈধ ড্রাম চিমনি ব্যবহৃত ভাটা। যেখানে পরিবেশ অধিদপ্তর কোনো অভিযান পরিচালনা করেনি। এ বিষয়ে ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল মালেক মিয়া বলেন, সোমবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের নেতৃত্বে চরফ্যাশনের ড্রাম চিমনি ব্যবহৃত ৫টি অবৈধ ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এবং একটি ইট ভাটায় ৪লাখ টাকা জরিমানা ও অনাদায়ে অনির্দিষ্টকালের জন্য জেল দেয়া হয়েছে। সময় স্বল্পতার জন্য ভোলার অন্যান্য উপজেলার ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host