ঝালকাঠিতে ব্রিজ ভেঙে ট্রাক খালে

প্রকাশের তারিখ: মার্চ ১০, ২০২১ | ৮:৪২ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির আমুয়া-কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার সংলগ্ন খালে আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় কাঠালিয়া উপজেলার সঙ্গে জেলা সদর ঝালকাঠি ও বরিশালসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ মার্চ) দুপুরে রাজাপুর থেকে আসা এ সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত পাথরভর্তি একটি ট্রাক পারাপারের সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়।

তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে খালে ঝাঁপ দিয়ে পড়ার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ব্রিজটি বিধ্বস্ত হওয়ায় দুপুর থেকে গুরুত্বপূর্ণ এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলাবাসীসহ সব পথচারী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দুপুরে পাথরভর্তি একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। তবে ট্রাকের আরোহীদের কোনও ক্ষতি হয়নি বলে জানান তিনি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host