বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট নূরুল ইসলাম জোমাদ্দার এর ২১তম মৃত্যু বার্ষিকী আজ!

প্রকাশের তারিখ: মার্চ ১১, ২০২১ | ৯:১৯ অপরাহ্ণ

 

রিপোর্ট অলিউল্লাহ:: আজ ১১ মার্চ বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট অফিসার মরহুম নূরুল ইসলাম জোমাদ্দার এর ২১তম মৃত্যু বার্ষিকী। তিনি বাঙালি জাতির অহংকার ও বাঙালি জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম জোমাদ্দার।
০৭ই জুলাই, ১৯৪৫ সালে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামে সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগদান করেন এবং
১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণ করায় পূর্ব পাকিস্তান সেনাবাহিনী তাকে দুইটি পদক দেন।
২৫শে মার্চ, ১৯৭১ সালে চট্টগ্রাম সেনানীবাস থেকে রণাঙ্গনে সম্মুখ সারি থেকে যুদ্ধ শুরু করেন।৭১ রণাঙ্গনে যুদ্ধেরক্ষেত্র ছিলো চট্টগ্রাম, কুমিল্লা, আখাউড়া, পটুয়াখালী, বৃহত্তর বরিশাল ও খুলনা।
১৯৭২ সালে যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার যুদ্ধের রণাঙ্গনে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ পদক প্রদান করেন।
দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে দক্ষতা ও শুনামের সাথে চাকুরী করে ১৯৮৯ সালে অবসর গ্রহন করেন।
আজ ১১ মার্চ বৃহস্পতিবার এই দিনে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামে পারিবারিক কবর স্থানে রাস্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
মহান মুক্তিযোদ্ধার ২১তম মৃত্যু বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা। আপনাদের আত্মত্যাগেই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং আপনাদের রক্তেই পবিত্র হয়েছে আমার মাতৃভূমি, আমার বাংলাদেশ। বাঙালি জাতি কৃতজ্ঞ আপনার কাছে।পারিবারিক জীবনে তিনি ৫ ছেলের জনক ছিলেন, মহান আল্লাহ্ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host