কলাপাড়ায় আন্ধারমানিক নদী রক্ষার দাবীতে মানববন্ধন

প্রকাশের তারিখ: মার্চ ১৪, ২০২১ | ৬:২৭ অপরাহ্ণ

ইমন আল আহসান, কলাপাড়া প্রতিনিধিঃ দখল ও দূষণমুক্ত করে নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচবে’-এ শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ রোববার বেলা ১১টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কলাপাড়া আঞ্চলিক শাখার আয়োজনে আন্ধারমানিক নদী তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন বাপা কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, সিনিয়র সাংবাদিক শামসুল আলম, পরিবেশ কর্মী ও পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, রিপোর্টার্স ক্লাব সভাপতি এসকে রঞ্জন প্রমুখ। বক্তারা বলেন নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোরাল দাবি জানান, এবং আন্ধার মানিক নদীর তীরে অবৈধ ইটভাটা ও স্থাপনা অচিরেই অপসারনের দাবি জানান এবং নদী বাঁচানোর জন্য সবাইকে এগিয়ে আশার আহবান জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host