পটুয়াখালীতে প্রকল্প ব্যবস্থাপনা, জলবায়ু শাসন ও ঘাতসহিষ্ণু গড়ন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: মার্চ ১৪, ২০২১ | ৬:৫১ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ ব্রাউজ এশিয়া প্রোজেক্ট পটুয়াখালী এর আয়োজনে পটুয়াখালীতে প্রকল্প ব্যবস্থাপনা, নের্তৃত্ব, জলবায়ু শাসন ও ঘাতসহিষ্ণু গড়ন বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় পটুয়াখালী কোডেক ট্রেংনিং সেন্টারে ২ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কোডেক পরিচালক ( প্রোগ্রাম) অর্চনা পাল। আরও উপস্থিত ছিলেন কোডেকের ফোকাল পার্সোন আহমেদ উন নবী, অক্সফাম বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার দেবরাজ দে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং সঞ্জয় কুমার বড়ুয়া, পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র নাহিদ আক্তার পারুল, মেডিকেল অফিসার ডাঃ একরামুল নাহিদ, পৌরসভার সচিব মোঃ মাসুম বিল্লাহ, জাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিল্পী সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভবানী সংঙ্কর, কাউন্সিলর নিজামুল হক নিজাম, কোডেক ইউসিসিআর প্রকল্পের সিআরও মোঃ হাসিবুর রহমান, কোডেক ফাইন্যান্স অফিসার মোঃ কামাল হোসেন, সহযোগী ফাইন্যান্স ফাহমিদা ফেরদৌস ২ পৌরসভার হিসাব রক্ষক কামরুজ্জামান বুলবুল।২ দিন ব্যাপি এ কর্মশালয় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কোডেক কমিউনিটি সদস্য ও অক্সফোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host