মঠবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

প্রকাশের তারিখ: মার্চ ১৪, ২০২১ | ৮:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের মঠবাড়িয়ায় লক্ষনা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৩ জন আহত হয়েছে। গত শুক্রবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত আহত সৌদি প্রবাসী সালাম সিকদার(৩৯) তার গর্ভবতী স্ত্রী হাসি বেগমকে (৩৪)ও প্রতিবন্ধী মেয়ে লামিয়া( ১৩) কে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কম্পেলেক্স ভর্তি করে।

আহত সূত্রে জানাগেছে শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার লক্ষণা গ্রামে (ওয়ার্ড নং ৫) সৌদি প্রবাসী সালাম সিকদারের বাড়ির সামনে তার নিজ জমিতে ইউনিয়ন পরিশধের সরকারী বরাদ্ধে রাস্তা নির্মান করে।আর ওই রাস্তার জমি নিয়ে প্রতিপক্ষ স্থানীয় ইলিয়াস গংদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।গত শুক্রবার সকালে প্রতিপক্ষ ইলিয়াস গংরা ওই রাস্তার জমি দখলের চেস্টায় ভারাটে লোক নিয়ে রাস্তার মাটি খোরা শুরু করে।এ সময় সৌদি প্রবাসী ও তার গর্ভবতী স্ত্রী হাসি বেগম বাধা দিতে আসলে তাদের উপর পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালায়।এ সময় ইলিয়াস,ইয়াসিন,আনোরা বেগম,সাদিয়া,হাসান,হাওয়া সাবিনা,সহ ভাড়াটে ৭/৮ জন রড ও হাতুরি দিয়ে তাদের উপর এলোপতারি মারধর করে।এ সময় তাদের প্রতিবন্ধী মেয়ে লামিয়া কে মারধর করে।পরে স্থানীয়রা আহত সালাম সিকদার, মেয়ে লামিয়া ও তার গর্ভবতী স্ত্রী হাসি বেগম কে অচেতন অবস্থায় উদ্ধার করে।মঠবাড়িয়া হাসপাতালে ভর্তি করে।সেখানে তাদের শাররিখ অবস্থার অবনতি দেখলে শেবাচিমে প্রেরন করে।তারা আরো জানায় এ নিয়ে আদালতে দেওয়ানী মামলা নং ১৩১/১৮ চলমান আছে।ইতোমধ্যে ৪৪/৪৫ মামলার প্রতিবেদন দিয়েছেন মঠবাড়িয়া থানা পুলিশ। স্থানীয়ভাবে শালিসী ব্যবস্থায় বসা হয়েছে বারবার। কিন্তু প্রতিপক্ষ নিজেদের সিদ্ধান্তে দৃঢ় অবস্থানে থাকায় স্হানীয় পর্যায়ে মিমাংসা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে।সুষ্ঠু সুরাহায় সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।এ বিষয়ে মামলার প্রস্ততুতি চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host